<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে অগ্রাধিকার ঠিক করার আহবান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের খোলনলচে বদলাতে হবে, দেশ বদলাতে হবে, সরকার পদ্ধতি বদলাতে হবে। তাই কী কী করলে ভালো নির্বাচন হয় তা ঠিক করুন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী বিভিন্ন মাজার-খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আলোচনাসভায় মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। বাংলাদেশ তরিকত পরিষদের সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদ একাংশের নেতা মিয়া মসিউজ্জামান, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির দেলোয়ার হোসেন প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>