<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার প্রতিদিন এমন এমন বাক্স খুলছে, যা আর বন্ধ করতে পারছে না। সরকার সব কিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছে না। সফল হতে চাইলে সরকারকে তার এজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার রাজধানী ঢাকার সেগুনবাগিচায় পার্টির অফিসে ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে সাইফুল হক এসব কথা বলেন। তিনি বলেন, দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই খানিকটা বোঝা যায়। সচিবালয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে, তা ভালো লক্ষণ নয়। তিনি বলেন, সরকারের ওপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব কমিয়ে আনা দরকার। দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে কাউন্সিলে আরো বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শিল্পাঞ্চলের সংগঠক সুমন মিয়া, শাহজাহান আলী প্রমুখ।</span></span></span></span></p>