<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে চুরির ঘটনায় জড়িত ছিলেন স্থায়ী মিশনের গাড়িচালক শামীম ইসলাম। গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে তিনি এই ঘটনা ঘটান। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংবাদমাধ্যম ঠিকানা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী মিশনের গাড়িচালক শামীম ইসলাম কয়েক দফায় মিশন থেকে ১২টি চেক চুরি করে পর্যায়ক্রমে ব্যাংক থেকে ১২ হাজার ডলার তুলে নেন। চুরির অভিযোগে গত ১৭ ডিসেম্বর শামীমকে চাকরিচ্যুত করা হয়। এরপর জামিনে মুক্তি পেয়ে তিনি জাতিসংঘ সদর দপ্তর থেকে স্থায়ী মিশনের একটি গাড়ি চুরি করেন। পুলিশ গাড়িটি উদ্ধার করে এবং শামীমকে ফের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বর্তমানে তিনি কারাগারে আছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে আরো বলা হয়, এ ঘটনার পর দুটি তদন্ত কমিটি হয়েছে। নিউ ইয়র্কে তদন্ত কমিটিতে রয়েছেন স্থায়ী মিশনের কর্মকর্তারা। ঢাকায় তদন্ত কমিটিতে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই চুরির ঘটনায় আরো কেউ জড়িত কি না অথবা কিভাবে চুরির ঘটনা ঘটল, তা তদন্ত করবে উভয় কমিটি। পুলিশও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানা গেছে।</span></span></span></span></p>