<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘ ১৪ বছরের প্রেম তাঁদের, তবে ভিসা জটিলতায় আগে বাংলাদেশে আসতে পারেননি মালয়েশিয়ার তরুণী সিটি হাসনা (৩২)। শেষ পর্যন্ত ভিসা জটিলতা কাটিয়ে গত শনিবার বাংলাদেশে আসেন সিটি হাসনা। গতকাল রবিবার হাসনার সঙ্গে তাঁর প্রেমিক নাটোরের আনিছ রহমানের (৪২) বিয়ে হয়েছে। গতকাল দুপুরে নাটোর আদালত চত্বরে নোটারি পাবলিক ও পরে কাজির মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোর আদালতে নোটারি পাবলিক অ্যাডভোকেট গোলাম সারোয়ার স্বপনের মাধ্যমে আইনি এবং পরে মুসলিম বিবাহ রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন করা হয়। এর আগে গত শনিবার সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় প্রেমিকের বাড়িতে আসেন মালয়েশিয়ার ওই তরুণী। সঙ্গে ছিলেন তাঁর মা। আনিছ রহমান নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, ২০১০ সালে মালয়েশিয়ায় থাকাকালে কর্মক্ষেত্রে আনিছের সঙ্গে সিটি হাসনার পরিচয় হয়। দীর্ঘ সময় ধরে চলে তাঁদের প্রেমের সম্পর্ক। পাঁচ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। ভিসা জটিলতায় কারণে সিটি হাসনা বাংলাদেশে আসতে না পারলেও মাঝেমধ্যে আনিছ মালয়েশিয়ায় যেতেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বিয়ের পর আনিছ রহমান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা দুজনে অনেক আনন্দিত। দীর্ঘ সময়ের পর আমাদের প্রেম সার্থক হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>