<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার পেশার জন্য। সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দলীয় রাজনীতির আদর্শের জায়গা থেকে খবর সেন্সর বা বিকৃত করা হয়, যা সাংবাদিকতাকে প্রভাবিত করছে, ক্ষতিগ্রস্ত করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিভাগের সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়সভায় কামাল আহমেদ এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, যাঁরা ফ্যাসিবাদের সহযোগিতা করেছেন, তাঁদের বিচারের জন্য নানা প্রশ্ন এসেছে। কিন্তু আমরা কোনো তদন্ত সংস্থা না। তবে আমরা এটা বলতে পারি, যাঁরা উসকানিদাতা তাঁদের উসকানির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। উসকানির তো একটা শাস্তি আছে। হত্যার জন্য উসকানি হলে সেটা ফৌজদারি অপরাধ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় কমিশনপ্রধান কামাল আহমেদ বলেন, হয়রানিমূলক মামলায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব ব্যক্তির মামলা প্রত্যাহারের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বলা দরকার। যাতে মামলাগুলো প্রত্যাহার করা হয়। আর যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিপূরণের দাবিটাও যৌক্তিক এবং ন্যায্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কামাল আহমেদ বলেন, পত্রিকার প্রচারসংখ্যার দিকে থেকে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিবের একার নামেই চারটি পত্রিকার ডিক্লারেশন ছিল। একটি পত্রিকার সার্কুলেশন যেটা ছয় হাজারেরও কম, সেটাকে তিনি দুই লাখ ৯৯ হাজার দেখিয়েছেন, দেখাতে বাধ্য করেছেন। এখন তো হিসাবও বেরিয়েছে ২৯৬ কোটি টাকা উনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছে। সর্বাধিক প্রচারিত যে দাবি করা হয়, হকারের বেচা-বিক্রির হিসাবে সেটা ঠিক না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেলিভিশন নিয়ে কমিশনপ্রধান বলেন, বাংলাদেশে ৪৬টি টেলিভিশন চলার মতো বাজার নেই। কিন্তু ৪৬টি টেলিভিশনকে সরকার অনুমতি দিয়েছে। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওয়েজ বোর্ডের বদলে সাংবাদিকদের একটা ন্যূনতম বেতন নির্ধারণ করার প্রস্তাবের বিষয়ে এই সংস্কারপ্রধান বলেন, সেটা একটা ভালো সমাধান হতে পারে যে ন্যূনতম বেতন সারা দেশে সাংবাদিকদের জন্য থাকবে। যে শহরে খরচ বেশি, বিশেষ করে ঢাকায় আলাদা করে একটা ভাতা বা বাড়তি বেতন দিতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>