<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে হিযবুত তাহরীরের একজন প্রতিষ্ঠাতা বলে দাবি করা ভারতীয় সংবাদ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস। গতকাল রবিবার প্রেস উইং ফ্যাক্টসের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়। পোস্টে বলা হয়, হিযবুত তাহরীর বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন। কোনো সরকারি কর্মকর্তার নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। নাসিমুল গনি ছাত্রাবস্থায়ও কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিএ প্রেস উইং ফ্যাক্টস জানায়, সম্প্রতি ভারতীয় সাংবাদিক পালকি শর্মা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফার্স্ট পোস্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামে একটি ইউটিউব চ্যানেল ও বিডি ডাইজেস্ট নামে একটি নিউজ পোর্টালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে জড়িয়ে একটি মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের একজন প্রতিষ্ঠাতা। প্রমাণ হিসেবে পালকি শর্মা বিডি ডাইজেস্টের একটি প্রতিবেদনের বরাত দিয়েছেন, যা ২০০৮ সালে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। অথচ ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা নাসিমুল গনি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি দুজন ভিন্ন ব্যক্তি। হিযবুত তাহরীর নেতা নাসিমুল গনি, যার প্রকৃত নাম নাসিম গনি, তিনি একজন ব্রিটিশ নাগরিক।</span></span></span></span></span></p>