<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবীদের আইন বিজ্ঞানের (জুরিস প্রুডেন্স) ওপর বই লেখার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বইকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জীবনের পরিপূরক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলেও মন্তব্য করেছেন। গতকাল রবিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বইমেলার উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন।  প্রধান বিচারপতি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি সব সময় মনে করি বই জীবনের পরিপূরক। আমাদের জীবনযাত্রায় আমরা বহু ধাপ বা অধ্যায় পার হয়ে আসি। সেই সব অধ্যায় বা ধাপগুলোতে কোনো অপূর্ণতা বা অস্পষ্টতা থাকলেও সেখানে আর ফেরার সুযোগ নেই। কিন্তু একটি বই শেষ করার পর যদি মনে হয় কোনো অধ্যায় আপনি বোঝেননি, তাহলে সেই অধ্যায়টি বারবার পড়ার সুযোগ থাকে। সেই সুযোগে অস্পষ্টতা কিন্তু দূর হয়ে যায়। সেই সঙ্গে জীবনের কতগুলো অস্পষ্টতাও স্পষ্ট হয়ে যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্বোধনের পর মেলার স্টলগুলো ঘুরে দেখেন প্রধান বিচারপতি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।</span></span></span></span></p>