<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরে বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে সকালে মহানগরীর জিরানী এলাকায় বিক্ষোভ করেছে আইরিশ ফ্যাশনের শ্রমিকরা। তারা আশপাশের কারখানার গেটে গিয়ে স্লোগান দিয়ে শ্রমিকদের আন্দোলনে যোগ দিতে আহবান জানায়। এর জেরে বেশ কয়েকটি কারখানায় গতকাল এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারঘোষিত বার্ষিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে বলা হয়েছে, চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হলে তবেই একজন শ্রমিকের বেতন ৯ ভাগ বৃদ্ধি হবে। কিন্তু আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা নতুন-পুরনো সবার বেতন বৃদ্ধির দাবিতে গতকাল সকাল থেকে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা আশপাশের সব কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে এবং সব শ্রমিককে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানায়। বাধ্য হয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সব কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার অপারেটর শফিকুল ইসলাম বলেন, যাদের চাকরি এক বছর বা তার বেশি তারাও শ্রমিক। আবার যাদের চাকরির বয়স সাত-আট মাস হয়েছে তারাও শ্রমিক। পুরনোদের বেতন বৃদ্ধি করতে হলে নতুনদের বেতনও বৃদ্ধি করতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুইং বিভাগের শ্রমিক নাজমা বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন-পুরাতন সবার বেতন বৃদ্ধি করতে হবে। তা না হলে আন্দোলন চালিয়ে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশ ফ্যাশনের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে শ্রমিকরা কোনো ভাঙচুর করেনি। বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>