<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের টেকনাফের পাহাড়ে এক বন্য মা হাতি বাচ্চা প্রসব করার সময় মারা গেছে। মা হাতিটির মৃত্যুর পরে বনকর্মীরা হাতির শাবকটিকে উদ্ধার করেছেন। গতকাল রবিবার বিকেলে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহিন পাহাড় থেকে হাতির শাবকটি উদ্ধার করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হোয়াইক্যং বন রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে বনকর্মীরা জানতে পারেন যে হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহিন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে রবিবার বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির শাবকটি উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসেন। মৃত হাতিটি মাটিচাপা দেওয়া হবে।</span></span></span></span></p>