<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এদিকে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়ন করা হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর শামীম আরা রিনিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছিল। গতকাল সোমবার এসংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>