<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিসিএস পরীক্ষার আবেদনে বয়সসীমা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও এবি পার্টির আহ্বায়ক মেজর অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার (অব.)। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা বাড়ানোর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একজন ব্যক্তি যদি ৪০ বছর বয়সেও বিসিএসে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা রাখেন, তাহলে তাঁকে সেই সুযোগ না দেওয়া এক ধরনের বৈষম্য। হাসিনামুক্ত বাংলাদেশে আমরা আর কোনো ধরনের বৈষম্য দেখতে চাই না। আমরা চাই না চিকিৎসকরা এ ধরনের দাবি নিয়ে বারবার সেবা ছেড়ে আন্দোলনে নামুক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ও ইউনাইটেড মেডিক্যাল অর্গানাইজেশন অব বাংলাদেশের (ইউমব) মুখপাত্র ডা. মোবারক হোসেন। এ সময় চিকিৎসকদের মধ্য থেকে আরো বক্তব্য দেন চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী, ডা. রাইয়ান আক্তার, ডা. সারওয়ার জাহান তুহিনসহ আরো অনেকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. মিনার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যাসিস্ট হাসিনার সময়ে দেশের সীমাহীন বৈষম্য ছিল। এসব বৈষম্য থেকে মুক্তি পেতেই ছাত্র-জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এমনকি শেষ পর্যন্ত হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা চাই, নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য না থাকুক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারকে বলব, আপনারা বিসিএসের বয়সসীমা উন্মুক্ত করে দিন। একজন ব্যক্তি যেন ৪০ বছর বয়সেও এসে বিসিএস দিতে পারেন। সে ব্যক্তি যদি ওই বয়সে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারেন তাহলে আপনার-আমার অসুবিধা কোথায়? তাঁকে তো অবশ্যই কাজের সুযোগ দিতে হবে। চাকরিতে উন্মুক্ত বয়সসীমা পৃথিবীর বহু দেশেই আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চিকিৎসকদের প্রসঙ্গে ডা. আব্দুল ওহাব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য সাধারণ শিক্ষার্থীরা চার বছরের অনার্স করেই বিসিএস দিতে পারেন, কিন্তু চিকিৎসকদের এমবিবিএস পাস করতেই ছয় বছর লেগে যায়। সে বিবেচনায় আগে চিকিৎসকদের জন্য বিসিএসে দুই বছর বাড়ানো হয়েছিল। কিন্তু এবার অন্য সবার বয়সসীমা দুই বছর বাড়ালেও চিকিৎসকদের আগেরটাই রয়ে গেছে। এটা তো তাঁদের প্রতি এক ধরনের বৈষম্য। সরকারকে আহবান জানাব দ্রুতই যেন তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>