<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাতার নৌবাহিনী প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি দুই দিনের সরকারি সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার তিনি বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, কাতার নৌবাহিনী প্রধান নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছলে আব্দুল্লাহ হাসানকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস)। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>