<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করার জন্য একটি রোডম্যাপ (রূপরেখা) প্রস্তুত করার জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। গতকাল সোমবার সচিবালয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্রা মানি পাণ্ডে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহবান জানান। তাঁরা বিমসটেককে আরো কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম বৈঠকে উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>