<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশালের বানারীপাড়ায় ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং দুটি কলেজ ও দুটি মাদরাসায় অধ্যক্ষ নেই। ভারপ্রাপ্ত দিয়ে চলছে এসব প্রতিষ্ঠান। ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। পদোন্নতি না হওয়া, নিয়মিত কমিটি না থাকা, কমিটি ও নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে আদালতে মামলাসহ নানা জটিলতায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রধানের পদটি শূন্য রয়েছে। ফলে পাঠদানসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত দিয়ে কোনোমতে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা তোলা সম্ভব হলেও প্রতিষ্ঠানের উন্নয়নসহ সার্বিক কার্যক্রম প্রায় ভঙ্গুর অবস্থায় আছে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২১ সালের ১৫ সেপ্টেম্বর উপজেলার বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিনের মৃত্যুর কারণে প্রায় সাড়ে তিন বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে কলেজের কার্যক্রম চলছে। অধ্যক্ষ নিজাম উদ্দিনের মৃত্যুর পরে কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাদী প্রথমে এক মাস এবং এর পর থেকে সহকারী অধ্যাপক সুবোধ চন্দ্র বিশ্বাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। মসজিদবাড়ি স্কুল অ্যান্ড কলেজেও নেই অধ্যক্ষ। সম্প্রতি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ায় অধ্যক্ষ নিয়োগের পথ সুগম হয়েছে। এখানে প্রভাষক নজরুল ইসলাম ফিরোজ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে নিজের সার্টিফিকেট জালিয়াতি প্রমাণিত হওয়ায় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার ধারালিয়া সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে বরখাস্ত করা হয়। পরে তিনি এ বিষয়ে আদালতে মামলা করলে আইনি জটিলতায় নতুন প্রধান শিক্ষক নিয়োগ আটকে যায়। ফলে দীর্ঘদিন ধরে সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম লিটন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া বানারীপাড়া উপজেলায় ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৬টি সহকারী শিক্ষকের পদ শূন্য। ফলে এসব বিদ্যাপিঠে পাঠদানসহ সার্বিক কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে। এগুলোর মধ্যে বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ বছর ধরে প্রধান শিক্ষক নেই। সাতটি পদের এই বিদ্যালয়ে মাত্র তিনজন সহকারী শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে একজন সহকারী শিক্ষক শারমিন পারভীনকে দীর্ঘদিন প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি তিনি অন্য স্কুলে বদলি হয়ে যাওয়ায় সহকারী শিক্ষক নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফকরুল আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম গতিশীল করা প্রয়োজন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বানারীপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নিয়োগ বন্ধ থাকায় প্রধান শিক্ষক পদে শূন্যতা সৃষ্টি হয়েছে। এর ফলে শুধু পাঠদানই নয়, শিক্ষার্থীদের উপবৃত্তি ও অফিশিয়াল তথ্যপ্রদানসহ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বানারীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংকট দূরীকরণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>