<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচন চাচ্ছে ছাত্রসংগঠনগুলো। ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের পর নির্বাচনের ব্যাপারে একমত হয়েছে তারা। এদিকে বেশ কয়েক বছর পর প্রকাশ্যে আসা ছাত্রশিবিরের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তেমন আপত্তি দেখছে না ছাত্রসংগঠনগুলো।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাকসু নির্বাচন আয়োজনের জন্য ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে এরই মধ্যে সাত সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১ জানুয়ারি এই কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়। সেখানে গঠনতন্ত্র সংস্কারে ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব পাঠাতে ২ জানুয়ারি ২২টি সংগঠনকে চিঠি দেওয়া হয়। আজ ৮ জানুয়ারি পর্যন্ত এই মতামত গ্রহণ প্রক্রিয়া চলবে। এর মধ্যে ১৬টি ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে কথা হয় ডাকসু নির্বাচন নিয়ে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গঠনতন্ত্র সংস্কার হলে এক মাসের মধ্যে ডাকসু নির্বাচন চায় বিপ্লবী ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র মৈত্রী। গঠনতন্ত্র সংস্কারের পরবর্তী দুই-তিন মাসের মধ্যে ডাকসু নির্বাচন চায় বাংলাদেশ ছাত্রপক্ষ, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, পাহাড়ি ছাত্র সংগ্রাম পরিষদ ও নিরাপদ বাংলাদেশ চাই।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গঠনতন্ত্র সংস্কারের পর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ) ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গঠনতন্ত্র সংস্কারের পর অবিলম্বে ডাকসুর রোডম্যাপ চায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী)। অন্যদিকে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচন নিয়ে প্রশাসনকে নির্দিষ্ট কোনো সময়ের চাপ দিতে চায় না জাতীয়তাবাদী ছাত্রদল ও একতার বাংলাদেশ। আর গঠনতন্ত্র সংস্কারসহ সার্বিক বিষয়ের অতিদ্রুত রোডম্যাপ চায় স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ। এ ছাড়া গঠনতন্ত্র সংস্কারসহ বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত শিক্ষার্থী ও বর্তমান সিন্ডিকেটের বিষয়ে একটি নীতিমালা তৈরিতে একটি যৌক্তিক সময় দিয়ে এরপর ডাকসু চায় ছাত্র ইউনিয়ন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাকসু নির্বাচনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, ছাত্রসমাজের পাশাপাশি শিবিরের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ), পাহাড়ি ছাত্র সংগ্রাম পরিষদ ও বিপ্লবী ছাত্র মৈত্রী। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, পরিবেশ পরিষদ কর্তৃক নিষিদ্ধ সংগঠন শিবিরসহ সাম্প্রদায়িক-মৌলবাদী সংগঠনগুলো ও জাতীয় ছাত্রসমাজকে এই প্রক্রিয়ার বাইরে রাখতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে শিবির নির্বাচনে অংশ নিলে কোনো আপত্তি নেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ, বিপ্লবী ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, ইনকিলাব মঞ্চ, একতার বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ চাই, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) ও ছাত্র ফেডারেশনের। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিবিরের অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই। গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক দল হিসেবে অন্যান্য সংগঠনের মতো তাদের নির্বাচন করার অধিকার আছে। তবে তারা কোনো গুপ্ত রাজনীতি না করে অন্য সবার মতোই রাজনীতি করে নির্বাচনে অংশ নিক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>