<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাণিজ্যকেন্দ্রিক কূটনীতি গ্রহণ করার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের স্বার্থে বাণিজ্যকেন্দ্রিক কূটনীতি গ্রহণ করতে হবে। বিশ্বের প্রতিটি বাংলাদেশ মিশনের প্রধান লক্ষ্য হতে হবে বাণিজ্য প্রসার। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে আমরাও এটাকেই প্রাধান্য দেব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার ঢাকার সারিনা হোটেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন। যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধিদলের বাংলাদেশ সফর শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমীর খসরু মাহমুদ বলেন, গত ১৫ বছরে দেশে তেমন বিনিয়োগ আসেনি। তবে ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর সুযোগ এসেছে। এখন নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বে ভারত ও চীনা প্রবাসীদের প্রভাব বেশি। তাদের দক্ষতা অনেক বেশি। আমাদের দেশের প্রবাসীরা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে আমাদের আরো দক্ষতা বাড়াতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি রূপা হক বলেন, বাংলাদেশ  ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বাড়াতে হলে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে হবে। তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে তিনি আশা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১৫ বছরে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। একটি গোষ্ঠী বিগত সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে। আর কেউ পায়নি। তিনি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) রূপা হকের সহায়তা প্রত্যাশা করেন।</span></span></span></span></span></p>