<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীতে শিক্ষককে আটকে মুক্তিপণ আদায় ও মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার শাহিনুর ইসলাম ও আলমগীর হোসেন। গত সোমবার সন্ধ্যায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী স্কুলশিক্ষক আক্কাছ আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, আক্কাছ আলী অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বসবাস করেন তাহেরপুর চৌকিরপাড়ায়। গত শনিবার রাতে আক্কাছকে অপহরণ করেন শাহিনুর ইসলাম, আলমগীর হোসেনসহ ৮-১০ জন। তাঁরা অজ্ঞাত স্থানে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিক্ষককে ঘরে আটক রেখে মারধর করেন অপহরণকারীরা।</span></span></span></span></span></p>