<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাংবাদিক কামাল আহমেদ বলেছেন, বর্তমান প্রেস কাউন্সিল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতিষ্ঠানটি অকেজো হয়ে পড়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলনকক্ষে তিন পার্বত্য জেলার সংবাদকর্মীদের সঙ্গে গণমাধ্যম সংস্কার বিষয়ক মতবিনিময়কালে কামাল আহমেদ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য বেগম কামরুন্নেছা হাসান, মোস্তফা সবুজ ও আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মফস্বল থেকে রাজধানী ঢাকার সাংবাদিকের জীবনমান উন্নয়ন ও পেশাগত স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে বেতনকাঠামো নির্ধারণসহ অন্যান্য বিষয়ে সুপারিশ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতবিনিময়সভায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সংবাদকর্মীরা নিজের বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নানা বিষয়, কাজের পরিবেশ ও পেশাগত উন্নয়ন, স্থানীয় নানা পক্ষের চাপসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, তরুণ কান্তি ভট্টাচার্য, আনোয়ার আল হক, সুশীল প্রসাদ চাকমাসহ ২৪ জন সংবাদকর্মী। মতবিনিময়সভায় পার্বত্য তিন জেলা থেকে ৭৫ জন সংবাদকর্মী অংশ নেন। তাঁরা বলেন, গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা মাঠ পর্যায়ে কাজ করে থাকেন; কিন্তু সে অনুযায়ী বেতন-ভাতা বা সম্মানি পান না তাঁরা। তাঁদের জীবিকা ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে নিয়োগ প্রদান এবং যাঁরা সাংবাদিকতা পেশায় আসতে চান তাঁদের জন্য প্রেস কাউন্সিল বা পিআইবি কর্তৃক কোর্স চালু করে কোর্স সমাপন সাপেক্ষে সাংবাদিক হওয়ার সুযোগ রাখার দাবি জানান বক্তারা।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সাংবাদিকদের পরামর্শ ও অভিজ্ঞতা শোনার পর গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সারা দেশ থেকেই গণমাধ্যমকর্মীদের ভাষ্য, সুপারিশ ও অভিজ্ঞতা জানছি। একই সঙ্গে জনজরিপও করছি, কেমন গণমাধ্যম দেখতে চায় মানুষ।</span></span></span></span></span></p>