<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ হেফাজতে মোস্তাকিম নামের এক যুবককে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার সাবেক ওসি নাজিম উদ্দিন মজুমদার ও একই থানার সাবেক এসআই আবদুল আজিজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ফের তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলার বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলাটি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল। আমরা সেই প্রতিবেদনে নারাজি দিয়েছিলাম। আদালত শুনানি শেষে সাবেক ওসি নাজিম এবং এসআই আজিজের বিরুদ্ধে করা মামলাটি পুনঃ তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩ সালের ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালিসিস ফি বাড়ানোর প্রতিবাদে রোগী ও তাঁদের স্বজনরা আন্দোলন করেন হাসপাতাল এলাকায়। আন্দোলনের অংশ হিসেবে রোগী ও তাঁদের স্বজনরা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। এক পর্যায়ে মোস্তাকিমকে আটক করে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে মারধর করেন নাজিম। পরে পাঁচলাইশ থানায় নিয়েও তাঁকে মারধর করা হয়। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। এতে মোস্তাকিমসহ ৫০-৬০ জনের নামে পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।</span></span></span></span></span></p>