<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় সমাজতান্ত্রিক দল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের মিথ্যা মামলাকে কেন্দ্র করে যে মামলাবাজির সংস্কৃতি ছিল তা আবার চালু হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, যে মামলায় ফ্যাসিস্ট হাসিনাকে ১ নম্বর আসামি করা হয়েছে সেই একই মামলায় ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মোস্তফা কামালকে আসামি করার মানে হচ্ছে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। একজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে এ ধরনের মামলায় অভিযুক্ত করে মামলার যে ন্যায্যতা সেটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা ৫ আগস্টের পর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা, বাজার, মাঠ ইত্যাদি দখলে মেতে উঠেছে তারাই এ ধরনের কাজ করছে বলে দাবি করেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্কার মানে আগের যত অন্যায্যতা সব কিছুকেই ছুঁড়ে ফেলতে হবে। কিন্তু আমরা দেখছি সবখানেই ফ্যাসিস্টদের রেখে যাওয়া আচারবিধি এখনো বহাল আছে। সেটিরই একটি উদাহরণ এই মামলায় ফ্যাসিস্টবিরোধী সংগ্রামের একজন সাহসী সৈনিকের নাম অন্তর্ভুক্ত করা, যা মামলার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীদের এই পদক্ষেপ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক, আবদুল মান্নান মুন্সি, মোশারফ হোসেন মন্টু, কামরুল আহসান অপু, মো. মোস্তাক, এস এম মনিরুজ্জামান মনির, ফারহান হাবীব, মফিজুর রহমান বাবুল প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল  প্রেস ক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।</span></span></span></span></span></p>