<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচন ভবনে কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর গোয়েন্দা প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার সংস্থাটির জনবল ব্যবস্থাপনা শাখা-১-এর সহকারী সচিব মোহাম্মদ শাহীনুর রহমান এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দপ্তর ও শাখাপ্রধানদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের তথ্য (মা-বাবার নাম, পদবি, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর) ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তালিকাভুক্ত করায় ২০২৪ সালের ২৮ আগস্ট জরিপের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, স্পর্শকাতর এলাকাসহ নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তায় নিয়োজিত কর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য বছরে একবার এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) বা এসবি (পুলিশের বিশেষ শাখা) কর্তৃক জরুরি ভিত্তিতে ভেটিং সম্পন্ন করার সুপারিশ করা হয়। সে পরিপ্রেক্ষিতে নির্বাচন ভবনে কর্মরত সবার তথ্য প্রয়োজন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচন ভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য ছক অনুযায়ী ১২ জানুয়ারির মধ্যে অনুবিভাগ বা দপ্তরভিত্তিক একত্রীকরণ করে জনবল ব্যবস্থাপনা-১ শাখায় পাঠাতে ওই অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়েছে।</span></span></span></span></p>