<p>সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। একই সঙ্গে প্রেষণে তাঁকে এই নিয়োগ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) নিম্নবর্ণিত দুই কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ বা প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।</p> <p> </p> <p> </p>