<p>ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৯৯৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই ছেলেসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়েছে। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও অন্য ছেলে ইনফিনিটি সিআর স্ট্রিপস লিমিটেডের মালিক আশরাফুল আলমের সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের মালিক হিসেবে ২৫ জনকে আসামি করা হয়েছে।</p> <p>ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলীসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।</p> <p>মামলার এজাহারে বলা হয়, এস আলমের দুই ছেলের নেতৃত্বে ঋণের নামে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রাম জুবিলী রোড শাখা থেকে ওই অর্থ লোপাট করা হয়েছে। আত্মীয়-স্বজন ও নিজ কম্পানির বেতনভুক্ত কর্মচারীদের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে তিন বছরে ওই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।</p> <p>অন্যদিকে এস আলম গ্রুপের দুই কম্পানির সম্পত্তি নিলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে গ্রুপটি। জনতা ব্যাংক সম্প্রতি গ্রুপটির দুই কম্পানি এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি ও এস আলম কোল্ড রোল্ড স্টিলসের পৌনে চার হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে। জনতা ব্যাংকের এই নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।</p> <p>গতকাল বুধবার কম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।</p> <p> </p> <p> </p>