<p>নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযানে হামলা হয়েছে। এতে তিতাসের কর্মকর্তা, কর্মী ও অভিযানে থাকা কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলার মিরেরটেক এলাকায় অভিযান চালনাকালে এই হামলার ঘটনা ঘটে।</p> <p>তিতাসের মতে, জেলা প্রশাসন নারায়ণগঞ্জকে জানিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এবং কম্পানির জনবল দিয়ে মৈষটেক ও মিরেরটেক, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।</p> <p>অভিযানে মৈষটেক এলাকায় প্রায় এক কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া এই অভিযানে প্রায় ১০০ ফিট এম এস এবং ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়।</p> <p>মৈষটেকে অভিযান শেষে মিরেরটেক বাজারসংলগ্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সংঘবদ্ধচক্র অতর্কিত হামলা করে। এতে তিতাসের সোনারগাঁওয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এ ছাড়া অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের দুইজন শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।</p> <p>তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান বন্ধ হবে না।</p> <p> </p> <p> </p>