<p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দলটির ১৭৩ নেতাকর্মীকে রাজধানীর রমনা থানায় করা সাত বছর আগের নাশকতার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।</p> <p>গতকাল বুধবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল ১৬-এর বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন। রুহুল কবীর রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি পুরান ঢাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেরার সময় রমনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সেদিন রমনা থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি হয়েছিল। মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০২০ সালের ৩০ জানুয়ারি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল।</p> <p>অব্যাহতি প্রসঙ্গে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ‘আজ (বুধবার) অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে। আদালত বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবীর রিজভীসহ ১৭৩ জনকে অব্যাহতির আদেশ দেন।’</p>