<p>ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘রাজধানীতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত বেশির ভাগই মাদকাসক্ত ও অল্প বয়সী। তারা কেউ বাসে বা প্রাইভেট কারে বসে কথা বলার সময় মোবাইল নিয়ে দৌড় দেয়। তখন তাদের হাতেনাতে ধরা অত্যন্ত কঠিন। কারণ আমাদের অফিসারদের কাছে বড় অস্ত্র থাকে, বুট ও ইউনিফর্ম পরা থাকে। আর ছিনতাইকারী থাকে খালি পায়ে বা কেডস পরা। তাদের সঙ্গে দৌড়ে পারাটা অনেক কঠিন।’</p> <p>গতকাল ঢাকা ক্লাবে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>সাজ্জাত আলী বলেন, ‘আমরা ছিনতাই প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা নিয়েছি। দিনে ও রাতে প্যাট্রল সংখ্যা বাড়ানো হয়েছে। ডিবিকেও এ কাজে লিপ্ত করেছি। গত এক সপ্তাহের তথ্যানুযায়ী আগের তুলনায় ছিনতাই কমেছে।’</p> <p> </p> <p> </p>