<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১০ সালের ১০ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠ প্রকাশের পর থেকেই পাঠকদের মধ্যে বিপুল গ্রহণযোগ্যতা লাভ করে। সেই সঙ্গে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম হয় পাঠকপ্রিয় দৈনিকটি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিকটির বিভিন্ন বিভাগে কর্মরত সেরা কর্মীদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স কক্ষে তাঁদের সম্মাননা দেওয়া হয়। সেরা কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন যাঁরা</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠের বিভাগীয় প্রধান হিসেবে সেরা কর্মী পুরস্কার পেয়েছেন পাঁচজন। তাঁরা হলেন : মেহেদী হাসান তালুকদার (উপসম্পাদক), মাসুদ রুমী (বিজনেস এডিটর), যাকারিয়া ইবনে ইউসুফ (মাল্টিমিডিয়া প্রধান), সাকিব সিকান্দার (অনলাইন ইনচার্জ), মো. মহিউদ্দিন রাজীব (উপব্যবস্থাপক, মানবসম্পদ ও প্রশাসন)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্পাদকীয় বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন আলী হাবিব (সহকারী সম্পাদক)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিপোর্টিং বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন সাত কর্মী : মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), বিশেষ প্রতিনিধি; নিখিল চন্দ্র ভদ্র, সিনিয়র রিপোর্টার; রেজোয়ান বিশ্বাস, সিনিয়র রিপোর্টার; মো. তাসীন মল্লিক, স্টাফ রিপোর্টার; তৌফিক হাসান, স্টাফ রিপোর্টার; শিমুল মাহমুদ নাঈম, স্টাফ রিপোর্টার; খায়রুল কবির চৌধুরী, স্টাফ রিপোর্টার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসা ও অর্থনীতি বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : মুহাম্মদ শরিফ হোসেন (জ্যেষ্ঠ সহসম্পাদক), শামসুল হক মোহাম্মদ মিরাজ (সিনিয়র রিপোর্টার), মো. মুত্তাকিনুর রহমান মাসফি (স্টাফ রিপোর্টার), সজীব আহমেদ (স্টাফ রিপোর্টার)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : শাহজাহান কবির (সিনিয়র রিপোর্টার), রানা শেখ (স্টাফ রিপোর্টার), মোহাম্মদ বোরহান উদ্দিন জাবেদ (নিজস্ব প্রতিবেদক)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফটোগ্রাফি বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : মীর শফিকুল ইসলাম (মীর ফরিদ), বিশেষ ফটো সাংবাদিক; মঞ্জুরুল করিম, জ্যেষ্ঠ ফটো সাংবাদিক; লুৎফর রহমান, ফটো সাংবাদিক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : মৌসুমী সাহা (সহসম্পাদক) ও শেখ আব্দুল্লাহ আল নোমান (সহসম্পাদক)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেন্ট্রাল ডেস্কে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : মো. শামীম হোসেন (সহসম্পাদক) ও জসিম উদ্দিন (সহসম্পাদক)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিউজ ম্যানেজমেন্টে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : মো. হুমায়ুন কবির (কবির হুমায়ূন), যুগ্ম বার্তা সম্পাদক (কপি এডিটর) এবং মোহাম্মদ শামসুজ্জামান ফরাজী (সফেদ ফরাজী), উপবার্তা সম্পাদক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিচার বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : পিন্টু রঞ্জন দাস (অর্ক), জ্যেষ্ঠ সহসম্পাদক ও মো. কামরুল ইসলাম, সহসম্পাদক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাহিত্য বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : মো. মাকসুদুর রহমান (মাসুদ হাসান), সাহিত্য সম্পাদক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মফস্বল বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন : ওমর শরীফ (জ্যেষ্ঠ সহসম্পাদক) ও মো. সাইদুর রহমান (সহসম্পাদক)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনলাইন বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন ছয় কর্মী। তাঁরা হলেন : শাহাদাত হোসেন (সহসম্পাদক), মো. সাইফুল ইসলাম (সহসম্পাদক), মো. মাহমুদুল হাসান (সহসম্পাদক), সৈকত দেব (সহসম্পাদক), আবুল কাশেম খান (সহসম্পাদক) ও মো. হেদায়েত উল্লাহ (সহসম্পাদক)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাল্টিমিডিয়া বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন ২৩ জন। তাঁরা হলেন : আবু মোহাম্মদ রওশন জাহান (ডেপুটি মাল্টিমিডিয়া হেড, প্রগ্রাম), ইকলাচুর রহমান (সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার), আবদুল্লাহ যুবায়ের (মাল্টিমিডিয়া জার্নালিস্ট), আবদুল্লাহ আল নোমান (মাল্টিমিডিয়া রিপোর্টার), আবদুল হামিদ (মাল্টিমিডিয়া রিপোর্টার), মো. আল আমিন (মাল্টিমিডিয়া রিপোর্টার), জুনাইদ আল হাবিব (মাল্টিমিডিয়া রিপোর্টার), মাহদী হাসান (মাল্টিমিডিয়া রিপোর্টার), সাইদুর রহমান (জ্যেষ্ঠ সহসম্পাদক), সাবরিনা কাজী (মাল্টিমিডিয়া জার্নালিস্ট), মাজহারুল আলম (মাল্টিমিডিয়া জার্নালিস্ট), মো. খলিলুর রহমান (ভিডিও এডিটর), আল আমিন বাবু (মোশন গ্রাফিকস ও ভিডিও এডিটর), মো. শিপন মিয়া (ভিডিও এডিটর), ওবায়দুল ইসলাম (ভিডিও এডিটর), মেহেদী হাসান (ভিডিও এডিটর), সৌরভ মিয়া (ভিডিও এডিটর), মিনহাজ সরোয়ার তারেক (লিড সোশ্যাল মিডিয়া ম্যানেজার), নুসরাত জাহান কলি (মাল্টিমিডিয়া জার্নালিস্ট), ফারজানা আমিন (মাল্টিমিডিয়া জার্নালিস্ট), সাজিয়া ইসলাম স্বর্ণা (প্রেজেন্টার এবং মাল্টিমিডিয়া রিপোর্টার), শাহ আবদুল্লাহ আল রাহাত (মাল্টিমিডিয়া রিপোর্টার, চট্টগ্রাম) এবং সোহেল রানা স্বপ্ন (মাল্টিমিডিয়া সমন্বয়ক, উত্তরাঞ্চল)। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আর্ট অ্যান্ড গ্রাফিকস বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন চারজন : শেখ মোহাম্মদ আনোয়ার আমজাদ হোসেন মানিক (সিনিয়র গ্রাফিকস আর্টিস্ট), মো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">. শামিম হোসেন (গ্রাফিকস ডিজাইনার), শাহানুর আলম ভুঁইয়া (শিফট ইনচার্জ, আর্ট অ্যান্ড গ্রাফিকস বিভাগ) এবং মোহাম্মদ শোয়েব মজুমদার (সিনিয়র গ্রাফিকস ডিজাইনার)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্পাদনা সহকারী বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন এস এম জুবায়ের সাঈদ (জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী), এ বি এম আনোয়ারুল ইসলাম (জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী) ও মো. নাসির উদ্দিন (জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধর্ম বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন মো. আতাউর রহমান (সহসম্পাদক)। শুভসংঘ বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন জাকারিয়া জামান (জ্যেষ্ঠ সহসম্পাদক ও পরিচালক, বসুন্ধরা শুভসংঘ)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভাগওয়ারী প্রতিনিধিদের মধ্যে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন সাতজন : লুৎফর রহমান (পঞ্চগড় জেলা প্রতিনিধি), রফিকুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ব্যুরো), কে এম সবুজ (ঝালকাঠি জেলা প্রতিনিধি), অরিত্র কুণ্ডু (ঝিনাইদহ সংবাদদাতা), শামস শামীম (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি), বিশ্বজিৎ পাল বাবু (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি) এবং শরীফ আহমেদ শামীম (নিজস্ব প্রতিবেদক, গাজীপুর)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৪ উপজেলার প্রতিনিধিদের মধ্যে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন শফিকুল ইসলাম শিল্পী (রানীশংকৈল, ঠাকুরগাঁও), রোকনুজ্জামান মানু (উলিপুর, কুড়িগ্রাম), সৈয়দ জাহিদ মাসুদ (অভয়নগর, যশোর), জসীম পারভেজ (কলাপাড়া, পটুয়াখালী), মোস্তাফিজুর রহমান (কমলগঞ্জ, মৌলভীবাজার), ছোটন কান্তি নাথ (চকরিয়া, কক্সবাজার), মো. জাকারিয়া আলফাজ (টেকনাফ, কক্সবাজার), আবদুল্লাহ আল-অনিক (বাগাতিপাড়া, নাটোর), আবদুল্লাহ সৌদ (কালাই, জয়পুরহাট), আলম ফরাজী (আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ), রাসেল আহমেদ (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), গণেশ চন্দ্র পাল (গোয়ালন্দ, রাজবাড়ী)। এ ছাড়া সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন আবুল কালাম আজাদ ঠাণ্ডা (ফটো সাংবাদিক, বগুড়া) এবং সালাহউদ্দিন (ফটো সাংবাদিক, রাজশাহী ব্যুরো)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সার্কুলেশন বিভাগে সেরা কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন মো. ইছার আলী, এক্সিকিউটিভ, সার্কুলেশন। বিজ্ঞাপন বিভাগে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন এস এম এ সালেক, সহকারী মহাব্যবস্থাপক, বিজ্ঞাপন; শেখ আব্দুল হালিম সবুজ, সহকারী মহাব্যবস্থাপক, বিজ্ঞাপন; মোহাম্মদ মাসুদ আলম, সহকারী মহাব্যবস্থাপক, বিজ্ঞাপন; মো. বাহাউদ্দিন ভূঁইয়া, সহকারী ব্যবস্থাপক, বিজ্ঞাপন; মো. মনিরুজ্জামান, ব্যবস্থাপক (ডিজিটাল বিজনেস) এবং তৌফিকুল ইসলাম, সহকারী ম্যানেজার, বিজ্ঞাপন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসিআইসি (অনুসন্ধানী) সেল থেকে সেরা কর্মী পুরস্কার পেয়েছেন চারজন : জয়নাল আবেদীন, বিশেষ প্রতিনিধি; তাইমুর হাসান শুভ, বিশেষ প্রতিনিধি; জাহিদুল ইসলাম সুজন, সিনিয়র রিপোর্টার এবং জাহিদুস সালাম মৃধা, স্টাফ রিপোর্টার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইটি বিভাগে সেরা কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন ইসমাইল খান, সহকারী নির্বাহী (আইটি)। প্রশাসন বিভাগ থেকে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন শাহরিয়া সুলতানা, অফিসার (স্টোর); শহিদুল্লাহ ফারুক, পিএবিএক্স অপারেটর; হাবিবা খানম, পিএবিএক্স অপারেটর; রাশেদুজ্জামান, পরিবহন সহকারী; আব্দুল হান্নান ব্যাপারী, অফিস সহকারী; আবুল খায়ের চৌধুরী, অফিস সহায়ক; সাইদুল ইসলাম, অফিস সহায়ক; নজরুল ইসলাম, ড্রাইভার; আলী হোসেন আপন, ড্রাইভার এবং ইসহাক মিয়া, অফিস সহায়ক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া বেনজীর ইস্যু নিয়ে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক ও অনুসন্ধানী সেলের প্রধান হায়দার আলীসহ পুরস্কৃত হয়েছেন জয়নাল আবেদীন, বিশেষ প্রতিনিধি; তাইমুর হাসান শুভ, বিশেষ প্রতিনিধি; ফরিদ আহমেদ, সিনিয়র রিপোর্টার; জাহিদুল ইসলাম সুজন, সিনিয়র রিপোর্টার; হাসিব বিন শহিদ, সিনিয়র রিপোর্টার; শাহাদাত স্বপন, সিনিয়র রিপোর্টার; মাহমুদ হোসাইন, সিনিয়র রিপোর্টার; খন্দকার বদরুল আলম, স্টাফ রিপোর্টার; জাহিদুস সালাম মৃধা, স্টাফ রিপোর্টার; সামজীদ হোসেন, অনুসন্ধান সহযোগী; এবং হাসিব বিল্লাহ, অনুসন্ধান সহযোগী।</span></span></span></span></span></p>