<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১০ সালের ১০ জানুয়ারি প্রথম প্রকাশিত হয় দৈনিক কালের কণ্ঠ। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আংশিক নয় পুরো সত্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্লোগান নিয়ে দেড় দশক পার করে নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আজও বড় এক আস্থার নাম কালের কণ্ঠ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত কালের কণ্ঠের সঙ্গী হয়ে আছেন ৯৯ জন কর্মী। প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুখ-দুঃখের সাক্ষী তাঁরা। ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ৯৯ কর্মীকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একসঙ্গে দেড় দশক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সম্মাননা দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্সকক্ষে তাঁদের সম্মাননা দেওয়া হয়। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একসঙ্গে দেড় দশক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সম্মাননাপ্রাপ্ত কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ এবং নির্বাহী সম্পাদক হায়দার আলী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একসঙ্গে দেড় দশক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সম্মাননাপ্রাপ্তরা হলেন হায়দার আলী, নির্বাহী সম্পাদক; মো. ফরহাদ উদ্দিন সরকার, জ্যেষ্ঠ সহকারী সম্পাদক (সম্পাদকীয় বিভাগ); আলী হাবিব, সহকারী সম্পাদক (সম্পাদকীয় বিভাগ); মোহা. দাউদ হোসাইন রনি, উপ-ফিচার সম্পাদক (ফিচার বিভাগ); মোহাম্মদ শামসুজ্জামান ফরাজী (সফেদ ফরাজী), উপ-বার্তা সম্পাদক (নিউজ ম্যানেজমেন্ট); মেহেদী হাসান তালুকদার, উপসম্পাদক; রেজোয়ান বিশ্বাস, জ্যেষ্ঠ প্রতিবেদক (রিপোর্টিং বিভাগ); মো. মাসুদ রুমী, বিজনেস এডিটর (শিল্প-বাণিজ্য বিভাগ); রিদওয়ান আক্রাম মফস্বল সম্পাদক (মফস্বল বিভাগ), এ টি এম সাইদুজ্জামান, ক্রীড়া সম্পাদক (ক্রীড়া বিভাগ); মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি (ক্রীড়া বিভাগ); মো. শাহজাহান কবির, জ্যেষ্ঠ প্রতিবেদক (ক্রীড়া বিভাগ); মীর শফিকুল ইসলাম, বিশেষ ফটো সাংবাদিক (ফটোগ্রাফি বিভাগ); শেখ হাসান আলী, সিনিয়র ফটো সাংবাদিক (ইনচার্জ, ফটোগ্রাফি); মো. হারুন-অর-রশিদ, সহসম্পাদক (অনলাইন বিভাগ); মো. শাহীন শিকদার, জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী (অনলাইন বিভাগ); মো. গোলাম আলমগীর, উপমহাব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ); এস এম এ সালেক, সহকারী মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ); মোহাম্মদ মাসুদ আলম,     সহকারী মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ); শেখ আব্দুল হালিম সবুজ, সহকারী মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ); মো. শাহজাহান, ব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ); মো. জিয়াউল হক খান, উপব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ); কাজী ওবায়দুল ইসলাম মুন্না, ব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ); নাইমুর রহমান খান, ব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ), মো. ওমর ফারুক মজুমদার, ব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ) মুহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (বিজ্ঞাপন বিভাগ), মো. ফারুক হোসেন, বিলিং সহকারী (বিজ্ঞাপন বিভাগ), মো. আসাদুল ইসলাম, বিজ্ঞাপন সহকারী; মো. খাইরুল ইসলাম রিপন, নির্বাহী, বিজ্ঞাপন বিভাগ; মো. আবুল খায়ের, ডেপুটি ম্যানেজার (সার্কুলেশন বিভাগ); মো. মাহমুদুল আহাদ খান, সহকারী ব্যবস্থাপক (সার্কুলেশন বিভাগ); মো. ইসমাইল হোসেন, সহকারী নির্বাহী (আইটি বিভাগ); মো. মহিউদ্দিন রাজীব, উপব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ); শাহরিয়া সুলতানা, অফিসার (স্টোর, প্রশাসন বিভাগ); মোহাম্মদ ইবরাহিম, পিএবিএক্স ইনচার্জ (প্রশাসন বিভাগ); হাবিবা খানম, টেলিফোন অপারেটর (প্রশাসন বিভাগ); মো. শফিকুল করিম তালুকদার, অফিস সহকারী (প্রশাসন বিভাগ); মো. আব্দুল হান্নান বেপারী, অফিস সহকারী (প্রশাসন বিভাগ); জহিরুল ইসলাম, অফিস সহায়ক (প্রশাসন বিভাগ); মো. খোরশেদ আলম বেপারী, অফিস সহায়ক (প্রশাসন বিভাগ); সাইদুল ইসলাম, অফিস সহায়ক (প্রশাসন বিভাগ); মো. মামুন, অফিস সহায়ক (প্রশাসন বিভাগ); সোহরাব হোসেন, অফিস সহায়ক (প্রশাসন বিভাগ); মো. মতিউর রহমান, ড্রাইভার (প্রশাসন বিভাগ); মো. নজরুল ইসলাম, ড্রাইভার (প্রশাসন বিভাগ); শরিফুল ইসলাম, ইনচার্জ (আর্ট অ্যান্ড গ্রাফিকস বিভাগ); মোহাম্মদ শোয়েব মজুমদার, সিনিয়র গ্রাফিকস ডিজাইনার (আর্ট অ্যান্ড গ্রাফিকস বিভাগ), মুহাম্মদ ফাহীম সাদিকীন, সিনিয়র গ্রাফিকস ডিজাইনার (আর্ট অ্যান্ড গ্রাফিকস বিভাগ); মো. শফিউল্লাহ (ছোটন)  সিনিয়র কম্পিউটার অপারেটর (আর্ট অ্যান্ড গ্রাফিকস বিভাগ); অম্লান চক্রবর্তী, সিনিয়র কম্পিউটার অপারেটর (আর্ট অ্যান্ড গ্রাফিকস বিভাগ); মো. জাহাঙ্গীর আলম, প্রধান সম্পাদনা সহকারী (সম্পাদনা সহকারী বিভাগ); এম এ মোতালিব, শিফট ইনচার্জ (সম্পাদনা সহকারী বিভাগ); মো. একাব্বর আলী, শিফট ইনচার্জ (সম্পাদনা সহকারী বিভাগ); মো. নাসির উদ্দিন, জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী (সম্পাদনা সহকারী বিভাগ); মো. হারুন-অর রশিদ, জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী (সম্পাদনা সহকারী বিভাগ); মো. আবুল খায়ের কাজী, জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী (সম্পাদনা সহকারী বিভাগ); এস এম আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী (সম্পাদনা সহকারী বিভাগ); এস এম জুবায়ের সাঈদ, জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী (সম্পাদনা সহকারী বিভাগ); মো. সেলিম সরোয়ার, জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী (সম্পাদনা সহকারী বিভাগ); মো. আবদুর রহিম, জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী (সম্পাদনা সহকারী বিভাগ); মো. মাকসুদুর রহমান (মাসুদ হাসান), সাহিত্য সম্পাদক (সাহিত্য বিভাগ); নূপুর কান্তি দেব, ডেপুটি ব্যুরো চিফ (চট্টগ্রাম ব্যুরো), রবি শংকর চক্রবর্তী, স্টাফ ফটোগ্রাফার (চট্টগ্রাম ব্যুরো); নিজাম ইউ আহমদ, এক্সিকিউটিভ (কমার্শিয়াল অ্যান্ড অ্যাকাউন্টস) চট্টগ্রাম ব্যুরো; বিপুল বড়ুয়া, সম্পাদনা সহকারী (চট্টগ্রাম ব্যুরো); অঞ্জন কান্তি পাল, কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম ব্যুরো); রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার (ব্যুরোপ্রধান) বরিশাল ব্যুরো; কৌশিক দে, নিজস্ব প্রতিবেদক (খুলনা ব্যুরো), কাইয়ুম হাওলাদার, অফিস সহায়ক (খুলনা ব্যুরো); আবুল ফজল মো. ইয়াহহিয়া, নিজস্ব প্রতিবেদক (সিলেট অফিস); আসকার ইবনে আমীন লস্কর রাব্বি, ফটো সাংবাদিক (সিলেট অফিস); তোফায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধি, কক্সবাজার; নিয়ামুল কবির সজল, নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ; তারিকুল হক তারিক, নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া; নাসরুল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আনোয়ার, নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল; শরীফ আহমেদ শামীম, নিজস্ব প্রতিবেদক, গাজীপুর; নির্মলেন্দু চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর; আবুল কালাম আজাদ ঠাণ্ডা, আলোকচিত্রী, বগুড়া; হায়দার আলী বাবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি; শফিক আদনান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি; শামস শামীম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি; মো. সাব্বিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; সামসুল হাসান মিরন, নোয়াখালী জেলা প্রতিনিধি; মো. আব্দুল হাকিম, শেরপুর জেলা প্রতিনিধি; ভুবন রায় নিখিল; নীলফামারী জেলা প্রতিনিধি; ফরিদুল করিম, নওগাঁ জেলা প্রতিনিধি; আলমগীর চৌধুরী, জয়পুরহাট জেলা প্রতিনিধি; কে এম সবুজ, ঝালকাঠি জেলা প্রতিনিধি; আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি; অমিতাভ দাস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিমুন, গাইবান্ধা জেলা প্রতিনিধি; রেজাউল করিম রেজা, নাটোর জেলা প্রতিনিধি; ফারুক আহমেদ, চাঁদপুর জেলা প্রতিনিধি; মোহাম্মদ আবু দাউদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি; শামীম খান, মাগুরা জেলা প্রতিনিধি; বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি; ফজলে এলাহী, রাঙামাটি জেলা প্রতিনিধি; জাহাঙ্গীর আলম, রাজবাড়ী জেলা প্রতিনিধি; প্রসূন মণ্ডল, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এবং এ এইচ এম শহীদুল হক, পটুয়াখালী জেলা প্রতিনিধি।</span></span></span></span></span></p>