<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশীয় মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো চারজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছেন তিনজন। তাঁদের মধ্যে দুজন হাসপাতালের বাইরে মারা গেলেও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৃত ব্যক্তিরা হলেন মুন্তাজ, টুটুল, একদিল ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল। এঁদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাক হয়ে মারা যান একদিল। তাঁর লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মোহনপুর থানার পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাঁরা হলেন মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পিন্টু, আকবর, মোনা ও ফিরোজ হোসেন।</span></span></span></span></span></p>