<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি সরাসরি হজযাত্রী পাঠাতে এজেন্সির সর্বনিম্ন কোটা এক হাজার জন নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। এ নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মুখোমুখি অবস্থান নিয়েছে। হাব এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে, প্রয়োজনে তারা হজ কার্যক্রম থেকে বিরত থাকবে। সর্বনিম্ন কোটা না কমালে সরকারের নির্দেশনা মেনে সময়মতো তারা লিড এজেন্সি গঠন করবে না বলে হুমকি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে হাবের সাবেক নেতারা এই হুমকি দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এজেন্সি মালিকদের ওই হুমকির জবাবে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরাসরি হজ কার্যক্রমে অংশ নিতে এজেন্সির সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা (কোটা) নির্ধারণের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি সৌদি সরকারের এখতিয়ার। এ বিষয়ে বারবার অনুরোধ করায় সৌদি সরকার বাংলাদেশের ওপর বিরক্ত। বৃহস্পতিবার হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন।</span></span></span></span></span></p>