<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে তাঁর চিকিৎসাপদ্ধতি কী হবে তা ঠিক করবেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহিদ হোসেন বলেন, আগামী দু-এক দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ হবে। বড়দিন উপলক্ষে কিছু বিশেষজ্ঞ চিকিৎসক এখনো ছুটিতে আছেন। তাঁরা এসে খালেদা জিয়াকে দেখবেন। সে অনুযায়ী তাঁর চিকিৎসাপদ্ধতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা চিকিৎসা বোর্ডের সদস্যরাও আছেন। তাঁরাও উনাদের (লন্ডন ক্লিনিকের চিকিৎসক) সঙ্গে আলোচনা ও পরামর্শ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান এবং খালেদা জিয়ার নাতনিরা সার্বক্ষণিক পাশে থেকে তাঁর মানসিক একাকিত্ব ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর তিন নাতনিকে একসঙ্গে পেয়ে মানসিকভাবে ভালো বোধ করছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত হাসপাতালে দাদির পাশে সময় কাটিয়েছেন বড় নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। এর আগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ডা. জুবাইদা রহমান বাসা থেকে শাশুড়ির জন্য রান্না করে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি প্রতিদিন খাবার পরিবেশন করছেন।</span></span></p>