<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তরের বাতাসের সঙ্গে শীত বাড়ছিল বৃহস্পতিবার রাত থেকেই। এক দিনের ব্যবধানে বেড়েছে শৈত্যপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতাও। বৃহস্পতিবার দেশের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও গতকাল শুক্রবার সকালে তা ছড়িয়েছে ১০ জেলায়। সেই সঙ্গে এদিন তাপমাত্রাও নেমেছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর বলেছে, সারা দেশে আজ শনিবার ও আগামীকাল রবিবার দিন-রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এতে শীতের অনুভূতি ও শৈত্যপ্রবাহের বিস্তৃতিও কিছুটা কমতে পারে। তবে সোমবার থেকে আবার কুয়াশা বেড়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শৈত্যপ্রবাহ শনিবার কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। শনি ও রবিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। এতে শীতের অনুভূতিও কিছুটা কমতে পারে। এরপর আবার কুয়াশা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সোম ও মঙ্গলবার আবার দিনের তাপমাত্রা কিছুটা কমে শীত কিছুটা বাড়তে পারে। তবে তেমন তীব্র হওয়ার আশঙ্কা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তা কোনো কোনো এলাকা থেকে কমতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭.৩ ডিগ্রি, যা এখন পর্যন্ত চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি।</span></span></p>