<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আধুনিক বাংলা নাটকের ভাষাশৈলী বিনির্মাণে নাট্যকার সেলিম আল দীনের কৃতিত্ব অবিশ্বাস্য ও অম্বরস্পর্শী। তাঁর নাটকের অভিনয়রীতি ও প্রয়োগ ভাবনা স্বতন্ত্র ও গুরুত্ববহ। আবার নাটক রচনার ক্ষেত্রে নর-নারী, নিসর্গ ও সমাজ ভাবনার মিশেলে দক্ষ এক শিল্পীর স্বাক্ষর রেখেছেন সেলিম আল দীন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার ঢাকায় শুরু হওয়া চার দিনব্যাপী </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেলিম আল দীন স্মরণোৎসব ও ৭৫তম জয়ন্তী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তে প্রবন্ধে এসব কথা বলেন ড. জাহারাবী রিপন। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাতিষ্ঠানিক গবেষণা ও মূল্যায়নে সেলিম আল দীন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সেমিনারের প্রবন্ধে জাহারাবী রিপন আরো বলেন, সমকালীন বাংলা নাট্যসাহিত্যে সেলিম আল দীনের নাটক প্রকরণগত বৈশিষ্ট্যের দিক স্বতন্ত্র ও বিশিষ্টতার দাবি রাখে। তিনি নাটক রচনার ক্ষেত্রে নৈয়ায়িক ভিত্তি প্রতিষ্ঠা করেন, যা প্রকরণগত দিক থেকে অতীতের আবাহন হলেও নবনির্মিত বিষয়বৈচিত্র্যে নতুন শিল্পপ্রকরণে অভিনন্দিত হয়ে উঠেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্পকলা একাডেমির আঙিনায় শুরু হওয়া এ উৎসবে রয়েছে সেমিনার, নাটকের মঞ্চায়ন ও সেলিম আল দীনকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনী। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অমৃত উষালোকে এসে হে কবি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রতিপাদ্যে এই উৎসবের আয়োজক সেলিম আল দীন সংগ্রহশালা। বিকেলে একাডেমির নাট্যশালার সেমিনারকক্ষে স্মরণোৎসব উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন সেলিম আল দীন সংগ্রহশালার প্রধান নির্বাহী মো. কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। আলোচনায় অংশ নেন অভিনেতা ও নির্দেশক মোহাম্মদ বারী, ইউসুফ হাসান অর্কসহ মঞ্চশিল্পীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্বোধনী বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ বলেন, মঞ্চনাটকের এক দুর্ধর্ষ যোদ্ধার নাম সেলিম আল দীন। তিনি এই বাংলার আকাশছোঁয়া এক নাট্যকার। বাংলা নাটকের নিজস্ব আঙ্গিক বিবেচনায় অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বেশি মূল্যবান সেলিম আল দীন। কারণ তাঁর নাটকে মিশে আছে বাংলাদেশের দর্শন। বর্ণনাত্মক রীতির অনুসরণে তিনি সৃজন করেছেন দেশজ ঐতিহ্যবাহী লোকনাট্য ধারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিন বিকেলে একই ভেন্যুতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেলিম আল দীন-গবেষণা : প্রবণতা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও সম্ভাবনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সেমিনার হবে। এ বিষয়ের প্রবন্ধ পাঠ করবেন লাবণ্য মণ্ডল। আলোচনায় অংশ নেবেন হামিম কামরুল হক ও আবু সাঈদ তুলু। সভাপতিত্ব করবেন প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ডিরেক্টর শহীদুল মামুন।</span></span></p> <p style="text-align:left"> </p>