<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক দলগুলো যদি সরকারকে বেকায়দায় ফেলতে চায়, তাহলে ইতিহাস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। গতকাল শনিবার সিলেট শহরতলির বাদাঘাট এলাকার নাজিরের গাঁওয়ে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনীতিবিদদের পারস্পরিক বিদ্বেষমূলক বক্তব্য ও দ্রুত নির্বাচন আহবান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা যদি জনমানুষের জন্য রাজনীতি করতে চাই, তাহলে রাজনীতিবিদদের মাঝে গণতান্ত্রিক চর্চা দৃশ্যমান করতে হবে। তাদের জনগণকে বিশ্বাস করাতে হবে, তারা গণতান্ত্রিকচর্চা ভবিষ্যতে অক্ষুণ্ন রাখবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটি উদ্বোধন করেন। হাসপাতালটি সম্পর্কে শারমিন মুরশিদ বলেন, অনেক আলোকিত উদ্যোগী প্রাণ মানুষের সেবা করার মন-মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশন সিলেটে মিলিত হয়েছে। বিত্তশালীরা এগিয়ে এসে বিভিন্ন প্রতিষ্ঠান মিলে যে একটি প্রতিষ্ঠান এভাবে গড়া যায় তা উদাহরণযোগ্য।</span></span></span></span></span></p>