<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাপমাত্রা বাড়ায় দেশে সামগ্রিকভাবে শীতের অনুভূতি কিছুটা কমেছে। কমেছে শৈত্যপ্রবাহের বিস্তৃতিও। আগের দিন দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও গতকাল শনিবার তা কমে পাঁচ জেলায় নেমে আসে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রবিবারও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী দুই দিনে দিনের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। এখন তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকায় কুয়াশাও কম থাকবে। এরপর আবার দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও তা খুব উল্লেখযোগ্য কিছু না। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত শীতের অনুভূতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাহীনুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বুধবার থেকে শীতের অনুভূতি আবার খানিকটা বাড়তে পারে। বৃহস্পতি বা শুক্রবার দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছি না আমরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।</span></span></span></span></p> <p> </p>