<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের মুখ বন্ধ করতে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সাংবাদিকদের তাঁদের কাজ করতে দিতে হবে, তাঁরা সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে রিপোর্ট যাতে করতে পারেন। যে দুষ্কর্ম আওয়ামী আমলে হয়েছে, সেটা যাতে আমাদের আমলে না হয়। এটা একটা জুলাইয়ের স্পিরিট। গতকাল শনিবার সকালে জবি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) সাংবাদিক সমিতির আয়োজনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সেমিনারে শফিকুল এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, আপনার কর্মকাণ্ড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নতুন বাংলাদেশ নির্মাণের সঙ্গে সাংঘর্ষিক হলে আপনার বিরুদ্ধে সাংবাদিক লিখবেন। আপনার ওই রিপোর্টারকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। তা না হলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব না। আপনি যদি শিবির কিংবা ছাত্রদল হন, আপনি দেখবেন রিপোর্টটি ঠিক কি না। আপনাকে ওই রিপোর্টকে মানতে হবে। সাংবাদিকতার কাজ হচ্ছে ক্ষমতাসীন লোক বা গোষ্ঠীকে জবাবদিহি করা। তাকে দায়বদ্ধ করা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষ অতিথির বক্তব্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে। সমাজকে, মানুষকে একতাবদ্ধ হতে হবে। কিভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদমুক্ত করা যায়, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরো বক্তব্য দেন ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।</span></span></span></span></p>