<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৃথিবীতে যত ভাষা রয়েছে, তার মধ্যে ফারসি ভাষা বিশ্বের অন্যতম মিষ্টি ভাষা হিসেবে পরিচিত। ইসলামী বিশ্বে আরবির পরেই এই ভাষার স্থান। ফারসি ভাষার ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এটি হলো প্রেম, ভালোবাসা, মহব্বত ও এরফানের ভাষা। আমরা প্রতিনিয়ত কথাবার্তায় যেসব শব্দ ব্যবহার করি তার মধ্যে অনেক ফারসি শব্দ রয়েছে। এই ভাষা বাংলাকে আরো সমৃদ্ধ ও মিষ্টি ভাষায় পরিণত করেছে। গতকাল শনিবার আঞ্জুমানে ফারসি বাংলাদেশের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং ঢাকায় ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ফারসি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ ঈসা শাহেদী। অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, সহসভাপতি নির্বাচিত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ড. মোহাম্মদ শাহজালাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের  চেয়াম্যান  অধ্যাপক ড. মো. মুমিত আল রাশিদ। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>