<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিলখানায় হত্যাকাণ্ডে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে রংপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ। গতকাল রবিবার রংপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় চাকরিচ্যুত বিডিআর সদস্য, পরিবার ও স্বজনরা। বক্তব্য দেন চাকরিচ্যুত বিডিআর সদস্য সুবেদার আব্দুল বাতেন, নায়েক সাইফুল ইসলাম, মাহামুদ হাসান, সিপাহি আব্দুর রউফ প্রমুখ।</span></span></span></span></span></p>