<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে গতকাল শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য ছাত্রদের হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের আজ সোমবার সকাল ৮টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মেয়েরা হোস্টেলে অবস্থান করতে পারবেন। ছাত্রদের হলের সিটভাড়া নির্ধারণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হলের সিটভাড়া ও অন্যান্য বিষয় নিয়ে গতকাল বিকেলে হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন কলেজসংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় বাগবিতণ্ডার মধ্যেই পক্ষ-বিপক্ষ তৈরি হয়ে যায় শিক্ষার্থীদের মধ্যে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>