<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ-ভাঙচুরের মামলায় তাঁর আইনজীবী শুভাশীষ শর্মাসহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানির পর তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে আসামিদের আইনজীবী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার যে ঘটনা ঘটেছে, আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। জড়িতদের কঠিন ও কঠোর শাস্তি দাবি করছি। আদালত সবার বক্তব্য শুনে মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত আইনজীবীদের জামিন মঞ্জুর করেছেন। আমরা আদালতের আদেশে সন্তুষ্ট।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এদিকে আইনজীবীদের জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা আদালত প্রাঙ্গণে সতর্ক পাহারায় ছিলেন। জামিনের আদেশের পর আইনজীবীদের একাংশ নিহত সাইফুল ইসলাম আলিফের বিচার দাবিতে আদালত প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ করে।  চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবীদের শুনানি কেন্দ্র করে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে কোনো প্রকান অপ্রীতিকর ঘটনা ঘটেনি।</span></span></span></span></p>