<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিরুদ্ধে একটি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে, সেচ এলাকার সম্প্রসারণ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রকল্পে এই অভিযোগ উঠেছে। প্রকল্পের ১৯ কোটি টাকার কাজ বিধিবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ পেয়ে পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে দুদকের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। অভিযান শেষে আমির হোসাইন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ প্রকল্পের ১৯ কোটি টাকার কাজ বিধিবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছি। আমরা বেশ কিছু নথিপত্র নিয়ে এসেছি। তদন্ত চলছে। প্রয়োজনে আবার তদন্ত করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>