<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহে সরকারি আনন্দ মোহন কলেজের উদ্ভূত পরিস্থিতি তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে কলেজ প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির আহ্বায়ক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর খন্দকার রেজাউর রহমান, সদস্য হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রশিদুল আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহীন কবির ও অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। গতকাল  মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। সন্ধ্যার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো আমান উল্লাহ। তিনি বলেছেন,  প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১২ জানুয়ারি হোস্টেলে সিট নবায়ন নিয়ে হোস্টেল শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদের হলগুলো অনির্দিষ্টকালের জন্য এবং ক্লাস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন। পরে গত সোমবার বিকেল থেকে ছাত্ররা হল ছাড়েন। তবে কলেজের অন্যান্য কাজ চলমান রয়েছে। </span></span></span></span></p>