<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পদোন্নতিপ্রাপ্ত ছয় কর্মকর্তাকে উপসহকারী পরিচালক পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। গতকাল বুধবার এক অনুষ্ঠানে তাঁদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময় অধিদপ্তরের পরিচালক এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধিদপ্তরের সম্মেলনকক্ষে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে সুচারুরূপে প্রতিপালনের নির্দেশনা দিয়েছেন ডিজি।</span></span></span></span></span></p>