ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আবারও গুম, খুন ও ক্রসফায়ারের অভিযোগ এনেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন তাঁদের অনেককে হত্যা করে নদী-নালা-খাল-বিলে ফেলে দিয়েছেন শেখ হাসিনা।
গতকাল শনিবার সকালে রাজধানীর দক্ষিণখানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের সৌজন্যে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।