গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, ‘গত ১৫ বছরে মূল ধরার গণমাধ্যম ব্যর্থ হয়েছে বলেই মানুষ সোশ্যাল মিডিয়া ও অনলাইন মিডিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমরা মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি কেন? মূল ধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি রাজনীতির কারণে, রাজনৈতিক প্রভাব আর সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপের কারণে। মামলা-মোকদ্দমা আইন দিয়ে বিভিন্ন নিয়ন্ত্রণ ও নিপীড়নের চেষ্টা করা হয়েছে।
গতকাল রবিবার রংপুর জেলা প্রশাসকের হল রুমে গণমাধ্যম সংস্কার বিষয়ে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।