সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা, স্বাধীনতা ও শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা আশা করা যায় না। গণমাধ্যম সংস্কার কমিশন গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সকাল সাড়ে ১১টা থেকে দুই ঘণ্টা সভাটি চলে।
সভায় কামাল আহমেদ বলেন, অষ্টম ওয়েজ বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরকারের পাশাপাশি এই দুর্নীতিতে গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের ভূমিকা আছে। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন।
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটেছে, তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী দিনে যে সরকারই আসুক তাদের কাজে আসবে। সেই লক্ষ্যেই সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে।
গণমাধ্যম সংস্কার কমিশনের এই মতবিনিময়সভায় রাজশাহী বিভাগের আট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীরা কমিশনের কাছে সংস্কারের বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।