বিচার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ভারতে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারতে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা
ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : মঞ্জুরুল করিম

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

পুলিশ জানায়, একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। গত বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন একটি নির্জন এলাকায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পিটিআইয়ের

একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তাঁর স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে, তিনি মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

গত বৃহস্পতিবার ওই নারী তাঁর সহকর্মীকে বলেন যে তাঁর কিছু কাজ আছে তাই দেরি হতে পারে।

সহকর্মী যেন তাঁকে ছাড়াই চলে যান। ওই গৃহকর্মীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ দেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

 

এখন পর্যন্ত এই ঘটনায় ভারতের হাইকমিশনারকে ডেকে জবাবদিহি না চাওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর ব্যাখ্যা দিতে বলেছেন বক্তারা। পাশাপাশি এ ঘটনার বিচার নিশ্চিত না হলে রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তাঁরা।

সমাবেশে দেওয়া বক্তব্যে ধর্ষণের পর বাংলাদেশি নারীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার বলেন, আমরা ভারতের আগ্রাসন কখনোই মেনে নেব না। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে ও ভারতকে ছাড়া চলতে জানি। আমরা চাই, অতি দ্রুত এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার করা হোক এবং অপরাধীকে ফাঁসিতে ঝুলানো হোক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের সমন্বয়ক মো. আফজাল হোসেন রাকিব বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো আগ্রাসনের আগে যেন এক শ বার ভাবে। বাংলাদেশ থেকে বলতে চাই, ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার করেন। ফেলানীসহ যত হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর বিচার করেন। বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা চালালে জনগণ বিন্দুমাত্র ছাড় দেবে না।

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ২৮.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৮.০ডিগ্রি সে.। রাজশাহী ২৯.২ডিগ্রি সে.। রংপুর ২৩.৪ডিগ্রি সে.।

খুলনা ২৭.০ডিগ্রি সে.। বরিশাল ২৮.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.৬ডিগ্রি সে.। সিলেট ২৬.৮ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২০.৪ডিগ্রি সে.।

চট্টগ্রাম ১৮.৮ডিগ্রি সে.। রাজশাহী ১৩.৫ডিগ্রি সে.। রংপুর ১৪.২ডিগ্রি সে.। খুলনা ২০.৮ডিগ্রি সে.।
বরিশাল ২০.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ১৮.৫ডিগ্রি সে.। সিলেট ১৭.২ডিগ্রি সে.

অস্থায়ীভাবে আশিংক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

মন্তব্য

অভ্যুত্থানে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি

শেয়ার
অভ্যুত্থানে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি
জুলাই-আগস্ট অভ্যুত্থানে হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে ‘জুলাই-২৪ শহীদ পরিবার’। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সিলেটে ১০ হাজার কেজি ভারতীয় কমলা জব্দ

সিলেট অফিস
সিলেট অফিস
শেয়ার
সিলেটে ১০ হাজার কেজি ভারতীয় কমলা জব্দ

সিলেট নগরের শাহপরান থানার মুরাদপুর এলাকা থেকে ১০ হাজার ৬২ কেজি ভারতীয় কমলা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। গত শুক্রবার রাত ১২টার দিকে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃতরা হলেন ট্রাকচালক ও রাজশাহীর দামকুড়া থানার জালালপাড়া গ্রামের মো. মাসুদ রানা (৩৩) ও হেলপার কাশিয়াডাঙ্গা থানার হরিপুর গ্রামের মো. জুয়েল বাবু (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে শাহপরান থানার মুরাদপুর পয়েন্টের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল পুলিশ। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫১৬ ক্যারেট ভর্তি ১০ হাজার ৬২ কেজি ভারতীয় কমলা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘পুলিশ ৫১৬ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করেছে। জব্দকৃত কমলার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

 

 

মন্তব্য
সংক্ষিপ্ত

খুলনায় স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলার অভিযোগ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলার অভিযোগ

খুলনায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গৃহবধূ নাসিমা বেগম হত্যার ঘটনায় তাঁর স্বামী ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। নিহতের ভাই শহীদুল গোলদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেছেন। পুলিশ এই ঘটনায় ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে জেলার ডুমুরিয়া উপজেলার খড়সঙ্ঘ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত নাসিমার স্বজন ও প্রতিবেশীরা জানায়, ডুমুরিয়ার খড়সঙ্ঘ গ্রামে পারিবারিক কলহের জেরে ইব্রাহিম মোল্লা তাঁর স্ত্রীকে হত্যা করেন। পরে তাঁর হাত-পা বেঁধে লাশ সেপটিক ট্যাংকে ফেলে পালিয়ে যান। প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানালে তারা সেপটিক ট্যাংক থেকে নাসিমার মৃতদেহ উদ্ধার করে।
তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন, পা‌রিবা‌রিক বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এরই মধ্যে ইব্রাহিম হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ