সাবেক সচিব মুহিবুল ও আবেদ আলীকে গ্রেপ্তারের আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক সচিব মুহিবুল ও আবেদ আলীকে গ্রেপ্তারের আবেদন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক এবং প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে এই আবেদন করা হয়। এ বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আসামি মুহিবুল এবং সহকারী পরিচালক আল আমিন আসামি আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামি মুহিবুল হক পল্টন, নিউমার্কেট ও ধানমণ্ডি থানার তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘প্রবাসী কমিটি’ ঘোষণা জাতীয় নাগরিক কমিটির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘প্রবাসী কমিটি’ ঘোষণা জাতীয় নাগরিক কমিটির

কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম হিসেবে এই কমিটি কাজ করবে, যা দেশের সঙ্গে তাঁদের অর্থনৈতিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক সংযোগকে আরো নিবিড় করবে।

জুলাই অভ্যুত্থানে অনবদ্য ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকারের পক্ষেও কাজ করবে এই কমিটি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশির অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং পুনর্গঠনের কাজে যুক্ত করাই এই কমিটির মূল লক্ষ্য।

মন্তব্য

কঙ্গোতে ১৭৫৫ বাংলাদেশি শান্তিরক্ষীর সবাই নিরাপদে

কূটনৈতিক প্রতিবেদক
কূটনৈতিক প্রতিবেদক
শেয়ার
কঙ্গোতে ১৭৫৫ বাংলাদেশি শান্তিরক্ষীর সবাই নিরাপদে

কঙ্গোতে নিয়োজিত এক হাজার ৭৫৫ শান্তিরক্ষী নিরাপদে আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

রফিকুল আলম  বলেন, কঙ্গোতে বাংলাদেশ পুলিশসহ মোট এক হাজার ৭৫৫ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন এবং তাঁরা সবাই নিরাপদে আছেন। তবে বোমাবর্ষণে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে।

এ ছাড়া আমাদের বিমানবাহিনীর পরিবহন বিমানকে উগান্ডায় স্থানান্তর করা হয়েছে এবং আমাদের তিনটি হেলিকপ্টার গোমা শহর থেকে বুনিয়ায় স্থানান্তর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কঙ্গোতে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য ডিআর কঙ্গো (মোনুসকো) মিশনে  বাংলাদেশের শান্তিরক্ষীরা সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন। ওই শান্তিরক্ষীরা ছাড়া কঙ্গোতে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশি নাগরিকের বসবাস নেই।

মন্তব্য
সরকারকে ফয়জুল করীম

শক্ত হাতে দেশ পরিচালনা করুন

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
শক্ত হাতে দেশ পরিচালনা করুন

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শক্ত হাতে দেশ পরিচালনা করুন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না।

গতকাল রবিবার বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির উদ্যাগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।

উপজেলা গেটের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, বৈষম্য দূর করতে ৫ আগস্টের সৃষ্টি হয়। কিন্তু সেই উদ্দেশ্য পূরণ হয়নি। এখনো দখলবাজি, চাঁদাবাজি চলছে।

জনসাধারণকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।

 

মন্তব্য
জুলাই গণ-অভ্যুত্থান

সহিংসতার ভিডিও-ছবি চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সহিংসতার ভিডিও-ছবি চায় পুলিশ

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র এবং ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি নামের ওয়েবসাইটে আপলোডের আহবান জানিয়েছে পুলিশ। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণ করা স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি ওয়েবসাইটে (ধহফড়ষড়হবৎপযড়নর.ঢ়ড়ষরপব.মড়া.নফ) আপলোডের জন্য সবার প্রতি আহবান জানানো হচ্ছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য, প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যেই এমন উদ্যোগ।

পুলিশ জানায়, একটি মোবাইল নম্বর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং দিনে সর্বোচ্চ পাঁচটি করে স্থিরচিত্র এবং ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের আগে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোড করা ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগইন করে দেখা যাবে।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে স্থিরচিত্র এবং ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মন্তব্য

সর্বশেষ সংবাদ