এস কে সুরের মুদ্রা ও স্বর্ণালংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এস কে সুরের মুদ্রা ও স্বর্ণালংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর লকার থেকে জব্দ করা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতের নির্দেশ ছাড়া এসব কেউ খুলতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন জব্দকৃত এমটিডিআর, মার্কিন ডলার, ইউরো মুদ্রা এবং স্বর্ণালংকার ট্রেজারি/উপযুক্ত স্থানে রাখার আদেশ চেয়ে আবেদন করেন।

এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

শুনানি শেষে আদালত জব্দকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দেন। এর আগে গত ২২ জানুয়ারি এই লকার জব্দের আদেশ চেয়ে আবেদন করা হয়। পরে আদালত আবেদনটি মঞ্জুর করলে ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে থাকা তাঁর তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের সাত সদস্যের দল।

সেখান থেকে ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং এক হাজার পাঁচ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর নথি পাওয়া গেছে।

গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে। ওই দিন তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ২৮.৯ ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৯.০ ডিগ্রি সে.। রাজশাহী ২৮.২ ডিগ্রি সে.। রংপুর ২৫.৮ ডিগ্রি সে.।

খুলনা ৩০.৫ ডিগ্রি সে.। বরিশাল ২৯.৮ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.২ ডিগ্রি সে.। সিলেট ২৬.৮ ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ১৫.০ ডিগ্রি সে.।

চট্টগ্রাম ১৫.৩ ডিগ্রি সে.। রাজশাহী ১১.৪ ডিগ্রি সে.। রংপুর ১৩.৩ ডিগ্রি সে.। খুলনা ১৪.০ ডিগ্রি সে.।
বরিশাল ১৩.২ ডিগ্রি সে.। ময়মনসিংহ ১৩.৪ ডিগ্রি সে.। সিলেট ১৩.৮ ডিগ্রি সে.

অস্থায়ীভাবে আশিংক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সে. বাড়তে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়নের হাতে পুরস্কার তুলে দেন

শেয়ার
ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়নের হাতে পুরস্কার তুলে দেন
জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়নের হাতে গতকাল পুরস্কার তুলে দেন বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান (ডান থেকে দ্বিতীয়) এবং কালের কণ্ঠের সম্পাদক ও ক্লাবের সভাপতি হাসান হাফিজ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

মৃত্যুবার্ষিকী

শেয়ার
মৃত্যুবার্ষিকী
সফিকুল হক চৌধুরী

মো. সফিকুল হক চৌধুরী

বেসরকারি সংস্থা আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। ২০২১ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। মো. সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে আশা এনজিও এবং পরে আশা ইউনিভার্সিটি, আশা ম্যাটস, আশা ইন্টারন্যাশনাল ও হোপ ফর দ্য পুওরেস্ট (এইচপি) প্রতিষ্ঠা করেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের (২০০৬-০৭) কৃষি, যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সফিকুল হক ১৯৫৯ সালের ১ জানুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বিপুল পলিথিনসহ দুজন আটক

শেয়ার
বিপুল পলিথিনসহ দুজন আটক

পুরান ঢাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২৫ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। আটকরা হলেন মো. সুমন ও সবুজ ফকির। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে বাদামতলী জামে মসজিদের সামনে একটি মোটরচালিত ভ্যান আটকানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যান রেখে পালানোর সময় সুমন ও সবুজকে আটক করা হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ