কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমান আর নেই। গতকাল বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনি, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে সংক্রমণজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর এক মাস।
গতকাল সন্ধ্যায় মাগরিব নামাজের পর রাজধানীর কাঁটাবন সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরিবার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে দেশে ফেরার পর নিজ গ্রাম মেহেরপুরের বল্লভপুরে হাবিব আনিসুর রহমানকে দাফন করা হবে।
হাবিব আনিসুর রহমান ১৯৫৪ সালের ৬ জানুয়ারি মেহেরপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্নের পর গবেষণাকর্মে আত্মনিয়োগ করেন তিনি।
১৯৭৯ সালে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় যোগদান করেন। অবসর গ্রহণের পর তিনি পরিপূর্ণভাবে লেখালেখিতে মনোনিবেশ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—গুলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প, অষ্টনাগ ষোলচিতি, পোড়ামাটির জিলাপি ও অন্যান্য গল্প, পুষ্পরাজ সাহা লেন, আমাদের নতিপোতা গ্রামের ইতিহাস ইত্যাদি।